
খেলাটা আর ক্রিকেট থাকলো না।
সে যাই হোক - দুইটা বিষয় বেশ নজরে পড়লো - প্রথমটা হলো দলগুলো নাম। কলকাতা নাইট রাইডার। আহা কি বাহারের নাম। ভারতের হাজার বছরের সংস্কৃতি ছেড়ে চমকদার হলিউডি নামধাম নিয়ে কি ভারত তাদের স্বপ্নের দৈন্যতাকে প্রকট করে তুললো না? আর দ্বিতীয়টা হলো মাঠের ভিতরে দর্শকের মনোরঞ্জনের বাড়তি ব্যবস্থা।
আমেরিকার এনবিএল এর টিমগুলোর নামের সাথে মিল রেখেই বোধ হয় নামগুলো রাখা হয়েছে আর আমেরিকান খেলার চিয়ার লিডারদের অনুকরনের স্বল্পবসনা বালিকাদের নৃত্যের ব্যবস্থা করা হয়েছে।
বিগত দশক ধরে ভারত দ্রুত পুঁজিবাদী ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে - এখন দেখছি এতো এমেরিকানাইজেশান।
কথা হলো কাউকে অনুকরন করে সর্বোচ্চ তার সমান হওয়া যায় - কিন্তু তার চেয়ে বড় হওয়া যায় না। তাইলে কি ভারত পুঁজিবাদের ক্ষেত্রে আমেরিকাকেই মডেল হিসাবে অনুকরন করছে?
ভারতের এই হাস্যকর প্রচেষ্টা দেখে সত্যই দেশটার জন্যে মায়া লাগছে।


No comments:
Post a Comment