বাংলাদেশে শ্রমিকদের নূন্যতম বেতন ১৬৬৫ টাকা। দুইটি সন্তানই যথেষ্ট বিবেচনায় চার জনের পরিবারকে যদি ঢাকা বা চট্রগ্রামের কোন কারখানায় কাজ করে বেঁচে থাকতে হয়- তবে এই টাকায় কি সম্ভব?
১৬৬৫ টাকা হিসাবে সপ্তাহে ৪০ ঘন্টা কাজে প্রতি ঘন্টায় আসে ১০.৪০ টাকা।
এই মজুরিতে কাজ করে যদি শ্রমিকরা কোন সময় রাস্তায় গাড়ী পোড়ায় বা গার্মেন্টসে আগুন দেয় - তার জন্যে দায় কি শুধু শ্রমিকের?
যখন টিভিতে দেখি প্রচন্ড গরমে কর্তারা সুটেট-বুটেট হয় দেশের উন্নতি নিয়ে বুলি কপচান - মায়া হয় এই ভন্ডদের জন্যে। যে দেশে কাজ করে মানবিক জীবন যাপন সম্ভব না - সেখানে আইন শৃংখলা আর দূর্নীতি নিয়ে বড় বড় বক্তৃতা কতটা অন্তঃসার শূন্য তা কি আর বলার অপেক্ষা রাখে?
কেউ কি ৪ জনের পরিবারের জন্যে ১৬৬৫ টাকার একটা মাসিক বাজেট তৈরী করে দিতে পারবেন, দয়া করে?
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment